Monday, November 8, 2021

═(﷽)═
হে নবী, আমিতো আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি! 🕋
(সূরাঃ আম্বিয়া-২১/১০৭)













নামাজ পড়ি, গান শুনি, সিনেমা দেখি..
নামাজ পড়ি, সুদ খাই, হারাম খাচ্ছি,,
নামাজ পড়ি, হারাম রিলেশন বেগানা নারীর সাথে ,অশ্লীল কথাও বলি…
নামাজ পড়ি, মা বাবার সাথে খারাপ ব্যবহার ও করি!
যে নামাজ দিয়ে আমি দুনিয়াতেই পরিবর্তন আনতে পারলাম না, সে নামাজ দিয়ে আমি - পরকাল কিভাবে পরিবর্তন করবো?
[অতএব, দুর্ভোগ সে সব নামাজির, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন]
[ সুরা মাউনঃ'৪-৫]













ৱাসুলুল্লাহ (সাঃ আঃ) বলেছেন,
সেই লোক ধ্বং*স হোক যে ,
মানুষদেৱ হাসানোৱ উদ্দেশ্যে
মিথ্যা কথা বলে।।
(তিৱমিজি,হাদিস নং ২৩১৫)













---এর মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান, যারা তাঁর সন্তুষ্টির অনুসরণ করে এবং তাঁর অনুমতিতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। আর তাদেরকে সরল পথের দিকে হিদায়াত দেন।
(সুরা--আল মায়িদাহ--১৬)













"আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী"
--------(সূরা বাকারাহ-৮২)---------













চাঁদের চেয়েও সুন্দর ছিলেন প্রিয় নবী!
[হযরত মুহাম্মদ সাঃ]
[তিরমিজি ৩৬৩৬]













🌼 আল্লাহ্ তা'য়ালা বলেনঃ-----
" হে মু'মিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।
নিশ্চয়ই আল্লাহ্ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।
--------সূরা বাকারাহ'র আয়াত ১৫৩-----------
ধৈর্য ধরলে যখন আমাদের রব নিজেই আমাদের সাথে আছেন, তখন আর কি লাগে ❗ 🧡
আমিন













___যখন কোরআন পড়া হয় তখন মন দিয়ে শুনো ।
এবং চুপ থাকো! হয়তো তোমাদের
উপরে রহমত নাযিল হবে!
______[সূরা আরাফ : ২০৪]













রসূল (সাঃ) বলেছেনঃ-তোমরা তোমাদের ছেলে-মেয়েদের, সাত বছর হলেই নামাজ শিক্ষা দাও, এবং পবিত্র কোরআন শিক্ষা দাও ।
___আবু দাঊদঃ-৪৯৫)












🌹মহান আল্লাহ তায়ালা বলেন..
"যা করতে তাদেরকে উপদেশ দেয়া হয়েছিল তা যদি তারা করত তাহলে নিশ্চয়ই ওটা হত তাদের জন্য কল্যাণকর। " (নিসাঃ-৬৬)













রসূল (সা:) বলেছেন'''
যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সে ব্যক্তি জা*হা*ন্না*মে প্রবেশ করবে না! 📖
[🌹]♦𝐒𝐮𝐛𝐡𝐚𝐧𝐚𝐥𝐥𝐚𝐡♦[🌹]
[>তিরমিজি:📖১৬৩৯<]📖